নল
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

হিন্দু পৌরাণিক কাহিনিতে এই নামে একাধিক চরিত্র পাওয়া যায় যেমন
রাম-রাবণের যুদ্ধে ইনি বানর বাহিনীর দলপতি ছিলেন ঋতুধ্বজ মুনির অভিশাপে বিশ্বকর্মা বানরে পরিণত হয়েছিলেন এই সময় বানররূপী বিশ্বকর্মা ঘৃতাচী অপ্সরার  সাথে মিলিত হলে নলের জন্ম হয়।  সীতা উদ্ধারের জন্য বানর বাহিনী সাগরের বুকে যে সেঁতু নির্মাণ করেছিল- ইনি সেই দলের নেতৃত্ব দিয়েছিলেন

২. ইনি ছিলেন বীরসেনের পুত্র নলের সাথে দয়মন্তীর বিবাহ হয় হিন্দু পৌরাণিক কাহিনীতে নল-দময়ন্তীর উপাখ্যান একটি বিশেষ স্থান দখল করে আছে এই কাহিনীটি দময়ন্তী চরিত্রের সাথে বর্ণনা করা হয়েছে।    দেখুন : দয়মন্তী