পীঠস্থান
হিন্দু
তীর্থস্থান বিশেষ।
দক্ষের
যজ্ঞানুষ্ঠানে
মহাদেবের
নিন্দা সহ্য করতে না পেরে সতী
[দুর্গা]
দেহত্যাগ করলে,
মহাদেব
দক্ষের যজ্ঞ পণ্ড করে দেন।
পরে ইনি সতীর মৃতদেহ নিয়ে তাণ্ডব নৃত্য করতে থাকেন।
এর ফলে পৃথিবী ধ্বংসের উপক্রম হলে-
বিষ্ণু
তাঁর সুদর্শন চক্র দ্বারা সতীর দেহকে ৫১টি ভাগে বিভক্ত করেন।
এই খণ্ডগুলো পৃথিবীর ৫১টি স্থানে পতিত হয়।
এই ৫১টি পতিত স্থানই পবিত্র স্থান হিসাবে বিবেচিত হয়ে থাকে।
এই পবিত্র স্থানগুলোকেই পীঠস্থান হিসাবে বিবেচনা করা হয়।
পীঠস্থানকে মোট ৩টি ভাগে ভাগ করা হয়।
এই ভাগগুলো হলো- মহাপীঠ (৫১টি),
উপপীঠ (বহু,
কোন
কোনমতে ২৬টি),
সিদ্ধপীঠ (বহু)।
কোন কোন ক্ষেত্রে পীঠ ও উপপীঠ নির্দেশনায় মতান্তর লক্ষ্য করা যায়।
প্রতিটি পীঠস্থানের জন্য রয়েছে সুনির্দিষ্ট অধিষ্ঠাত্রী দেব-দেবী। এঁরা মূলত ভৈরব বা ভৈরবী নামেই পরিচিত। নিচে মহাপীঠ ও উপপীঠের তালিকা ও তাদের অধিষ্ঠাত্রী দেব-দেবীর (ভৈরব-ভৈরবী) পরিচয় দেওয়া হলো। সূত্র : বাঙ্গালা ভাষার অভিধান/জ্ঞানেন্দ্রমোহন দাস।
পীঠ সংখ্যা | অঙ্গ বিচারে পীঠস্থান | উপ=উপপীঠ | পীঠস্থানের অবস্থান |
অধিষ্ঠাত্রী ভৈরবী অধিষ্ঠাত্রী ভৈরব |
১. |
মহা : ব্রহ্মরন্ধ্র |
হিঙ্গুলা, বেলুচিস্তান, পাকিস্তান |
কোট্টরী | ভীমলোচন |
উপ: কিরীট | কিরীট কোণায়, বটনগর গঙ্গাতীর, ভারত | ভুবনেশ্বরী (বিমলা) |
কিরীট বা
সিদ্ধরূপ মতান্তরে সম্বর্দ্ধ |
|
উপ: কেশ | কেশজাল, বৃন্দাবন, ভারত | উমা | ভূতেশ | |
উপ: মুণ্ড | কালীঘাটে (কাটোয়ার কাছে), ভারত | জয়দুর্গা | অভীরুক | |
২. | মনঃ । মতান্তরে ভ্রৃমধ্য | বক্রনাথ, ভারত | পাপহরা (মহিষমর্দিনী) | বক্রনাথ |
৩. | ত্রিনেত্র | সর্কর (করবীরপুর), ভারত | মহিষমর্দিনী | ক্রোধীশ |
৪. | নেত্রাংশ-তারা | তারা, ভারত | তারিণী | উন্মত |
৫. | বামকর্ণ। মতান্তরে কর্ণদ্বয় | শেরপুরস্থ করোতোয়াতট, বগুড়া, বাংলাদেশ | অপর্ণা (মতান্তরে জয়দুর্গা) | বামেশ (মতান্তরে অভীরূক) |
৬. | দক্ষিণকর্ণ । মতান্তরে কর্ণদ্বয় | শ্রীপর্বতে (মতান্তরে কর্ণাট), ভারত | সুন্দরী বা সুনন্দা (মতান্তরে জয়দুর্গা) | সুন্দরানন্দ (মতান্তরে অভীরূক) |
উপ: কুণ্ডল | বারাণসী, ভারত | বিশালাক্ষী বা অন্নপূর্ণা | কালভৈরব বা বিশ্বেশ্বর | |
৭. | নাসিকা | সুগন্ধা, শিকারপুর, বরিশাল, বাংলাদেশ | সুনন্দা | ত্র্যম্বক (মতান্তরে বটুকেশ্বর) |
৮. | বামগণ্ড | গোদাবরী, ভারত | বিশ্বমাতৃকা | বিশ্বেশ (মতান্তরে দণ্ডপাণি) |
উপ: বাম গণ্ডাংশ | উত্তরা, ভারত | উত্তরিণী | উত্সাদন | |
৯. | দক্ষিণ গণ্ডাংশ | নলস্থল, ভারত | ভ্রমরী | বিরূপাক্ষ |
উপ: দক্ষিণ গণ | গণ্ডকী নদীতীর. ভারত | গণ্ডকী চণ্ডী | চক্রপাণি | |
১০. | উর্ধ্বদন্তপংক্তি | অনল (মতান্তরে শুচিদেশ), ভারত | নারায়ণী | সংক্রুর (মতান্তরে সংহার) |
১১. | অধোদন্তপংক্তি | পঞ্চসাগর, ভারত | বারাহ | মহারুদ্র |
১২. | জিহ্বা | জ্বালমুখী, জলন্ধর, পাঞ্জাব, ভারত | অম্বিক | বটুকেশ্বর বা উন্মত্ত |
উপ: উচ্ছিষ্ট | নীলাচল, ভারত | বিমলা | জগন্নাথ | |
১৩. | ওষ্ঠ (মতান্তরে উর্ধ্ব ওষ্ঠ) | ভৈরব পর্বত, অবন্তীর উজ্জয়িনীর নিকটস্থ, ভারত | অবন্তী (মহাদেবী) | নম্রকর্ণ (মতান্তরে লম্বকর্ণ) |
উপ: ওষ্ঠাংশ (মতান্তরে অধ ওষ্ঠ) | অট্টহাস, কলকাতার অদূরে, ভারত | ফুল্লরা | বিশ্বনাথ | |
১৪. | অধর (মতান্তরে উদর) | প্রভাস, মথুরামণ্ডল | চন্দ্রভাগা | বক্রতুণ্ড |
১৫. | চিবুক | জনস্থান, মধ্যপ্রদেশ, ভারত | ভ্রামরী | বিকৃতাক্ষ |
১৬. | কণ্ঠ | অমরনাথ, কাশ্মীর, ভারত | মহামায়া (মতান্তরে ভগবতী) | ত্রিসন্ধ্যা (মতান্তরে ত্রিসন্ধেশ্বর) |
উপ: কণ্ঠহার | অযোধ্যা | অন্নপূর্ণা | হরিহর | |
উপ: হারাংশ | সাঁইথিয়া স্টেশনের কাছে নন্দীপুর, ভারত | নন্দিনী | নন্দীশ্বর বা নন্দীকেশ্বর | |
১৭. | গ্রীবা | সিলেট, বাংলাদেশ | মহালক্ষ্মী | সর্বানন্দা |
উপ: গ্রীবাংশ | শ্রীশৈল, ভারত | সর্বেশ্বরী | চচ্চিতানন্দ | |
উপ: শিরানলি (মতান্তরে নলি) | নলহাটী, ভারত | সাফালিকা (মতান্তরে কালিকা) | যোগীশ | |
১৮. | বামস্কন্ধ | জনকপুর স্টেশনের কাছে, মিথিলা, ভারত | মহাদেবী | মহোদর |
১৯. | দক্ষিণস্কন্ধ | রত্নাবলী, ভারত | শিবা বা কুমারী | শিব বা কুমার |
উপ: স্কন্ধাংশ | বৃন্দাবন, ভারত | কুমারী বা কাত্যায়নী | কুমার | |
২০. | মর্ম | প্রভাসখণ্ড, ভারত | সিদ্ধেশ্বরী | সিদ্ধেশ্বর |
২১. | বামস্তন | জ্বালামুখী, জালন্ধর, ভারত | ত্রিপুরমালিনী | ভীষণ |
২২. | দক্ষিণস্তন (মতান্তরে জঘনাস্থি) | চিত্রকূট পর্বত, রামগিরি, ভারত | শিবানী | চণ্ড |
২৩. | হৃদয় | বৈদ্যনাথ, ভারত | নবদুর্গা বা জয়দুর্গা | বৈদ্যানাথ |
উপ:শিরাংশ | কালীপীঠ, ভারত | চণ্ডেশ্বরী | চণ্ডেশ্বর | |
বসা চর্বি | গৌরীশেখর, ভারত | যুগাদ্যা | ভীম | |
২৪. | পৃষ্ঠ | কালিকাশ্রমের বৈবস্বতে, ভারত | ত্রিপুটা মতান্তরে সর্বাণী | শমনকর্মা মতান্তরে নিমিষ |
২৫. | বামবাহু | কেতুগ্রামে, কাটোয়া, ভারত | বাহুলা বা বাহুলী | ভীরুক |
২৬. | দক্ষিণবাহু | বক্রেশ্বর, ভারত | বক্রেশ্বরী | বক্রেশ্বর |
২৭. | বাম কনুই | কোগ্রামের উজানিতে, ভারত | মঙ্গলচণ্ডী | কপিলাম্বর |
২৮. | দক্ষিণ কনুই | রণখণ্ড, ভারত | বহুলাক্ষী | মহাকাল |
২৯. | বাম হস্ত (মতান্তরে দক্ষিণ হস্তার্ধ্ব) | মানস সরোবরে মতান্তরে মানসক্ষেত্র, ভারত | দাক্ষায়ণী | অমর |
৩০. | দক্ষিণ হস্তার্ধ্ব | চট্টগ্রাম, বাংলাদেশ | ভবাণী | চন্দ্রশেখর |
৩১. | বাম মণিবন্ধ | মণিবন্ধ, ভারত | গায়ত্রী | শঙ্কর বা সর্বাণ (মতান্তরে সর্বানন্দ)। |
৩২. | দক্ষিণ মণিবন্ধ | মণিবেদ, ভারত | সাবিত্রী | স্থাণু |
উপ: করাংশ | সতীচল,ভারত | সুনন্দা | সুনন্দ | |
৩৩. | দ্বিহস্তাঙ্গুলি | প্রয়াগ, ভারত | কমলা বা কল্যাণী (মতান্তরে ললিতা) | বেণীমাধব (মতান্তরে ভব) |
উপ: পাণিপদ্ম | যশোরের টাকির কাছে, বাংলাদেশ | যশোরেশ্বরী (মতান্তরে যশোরী) | প্রচণ্ড (মতান্তরে চণ্ড) | |
উপ: দণ্ডাংশ | সংহর, ভারত | সুরেশী | সুরেশ | |
উপ:অন্ত্র | চণ্ডদ্বীপ, ভারত | চক্রধারিণী | শূলপাণি | |
৩৪. | নাভি | পুরী,ভারত | বিজয়া (মতান্তরে বিমলা) | জয় (মতান্তরে জগন্নাথ) |
৩৫. | জঠর | হরিদ্বার, ভারত | ভৈরবী | বক্র |
৩৬. | কক্ষ | কোঁক, ভারত | কোঁকেশ্বরী | কোঁকেশ্বর |
উপ: কক্ষাংশ | সর্বসৈন্য, ভারত | বিশ্বমাতা। | দণ্ডপাণি | |
৩৭. | কঙ্কাল | কাঞ্চীদেশে (বোলপুর স্টেশন থেকে ৫ মাইল দূরে কোশাই নদীর তীরে), ভারত | বেদগর্ভা | রুরু |
৩৮. | বাম নিতম্ব (মতান্তরে দক্ষিণ নিতম্ব) | কালমাধবে (শোণনদে), ভারত | কালী (নর্মদা) | অসিতাঙ্গ বা অসিতানন্দ (মতান্তরে ভদ্রসেন) |
৩৯. | দক্ষিণ নিতম্ব | কালমাধব, ভারত | শোণাক্ষী | ভদ্রসেন |
উপ: নিতম্বাংশ | শোণ, ভারত | ভদ্রা | ভদ্রেশ্বর | |
৪০. | মহামুদ্রা (যোনি) | কামরূপ, ভারত | কামাখ্যাদেবী বা নীলাপার্বতী | রাবানন্দ বা উমানন্দ। |
৪১. | বাম জানু (মতান্তরে জানুদ্বয়) | মলব, ভারত। (মতান্তরে নেপালে) | শুভচণ্ডী (মতান্তরে মহামায়া) | তাম্র (মতান্তরে কাপালি) |
৪২. | দক্ষিণ জানু (মতান্তরে জানুদ্বয়) | স্রোতা, ভারত (মতান্তরে নেপালে) | চণ্ডিকা (মতান্তরে মহামায়া) | সদানন্দ (মতান্তরে কাপালি) |
৪৩. | বাম জঙ্ঘা | জয়ন্তিয়ায় (খাসিয়া শৈলের দক্ষিণে জয়ন্তিয়া পরগণায় বাউরভাগ গ্রাম) | জয়ন্তী | ক্রমদীশ্বর |
৪৪. | দক্ষিণ জঙ্ঘা | নেপাল (মতান্তরে মগধ, ভারত) | মহামায়া বা নবদুর্গা (মতান্তরে সর্বানন্দকরী) | কপালী (মতান্তরে ব্যোমকেশ) |
৪৫. | বাম চরণ | তিরোতায় (ত্রিস্রোতা), ভারত | অমরী (মতান্তরে ভ্রামরী) | অমর (মতান্তরে ঈশ্বর) |
৪৬. | দক্ষিণ চরণ | ত্রিপুরা, ভারত | ত্রিপুরা | নল (মতান্তরে ত্রিপুরেশ) |
উপ: চরণাংশ | ত্রিস্রোতা (জলপাইগুড়ির শালবাড়ী গ্রামে তিস্তানদীতীর), ভারত | পার্বতী। | ভৈরবেশ্বর | |
উপ: নূপুর | শ্রীলঙ্কা | ইন্দ্রাক্ষী | রক্ষেশ্বর বা রাক্ষসেশ্বর | |
৪৭. | দক্ষিণ পদাঙ্গুষ্ঠ | ক্ষীরগ্রামে (বর্ধমান স্টেশন হতে ২০ মাইল উত্তরে). ভারত | যোগাদ্যা | ক্ষীরকণ্ঠ |
৪৮. | বাম পদাঙ্গুলি (মতান্তরে পদাঙ্গুলি) | বিশ্বশেখরে (মতান্তরে বিরাট), ভারত | বিন্ধ্যবাসিনী (মতান্তরে অম্বিকা) | পূণ্যভোজন (মতান্তরে অমৃত) |
৪৯. | দক্ষিণ চরণের ৪টি আঙ্গুল (মতান্তরে পদাঙ্গুলি) | কালীঘাটে (মতান্তরে বিরাট), ভারত | কালিকা (মতান্তরে অম্বিকা) | কপালী (মতান্তরে সর্বানন্দ) |
৫০. | বামগুল্ফ | বিভাসে বা বিভাসকে (তমলুকে), ভারত | ভীমরূপা, | নকুলেশ বা নকুলেশ্বর (মতান্তরে অমৃত)। |
৫১. | দক্ষিণগুল্ফ | কুরুক্ষেত্র, ভারত | সম্বরী বা বিমলা (সাবিত্রী) | সম্বর্ত (মতান্তরে স্থাণু) |
উপ: চর্মাংশ | কটক, ভারত | কটকেশ্বরী বা কাত্যায়নী | বামদেব | |
উপ: লোম | পুণ্ডর, ভারত | সর্বাক্ষীণী | সর্ব | |
উপ: লোমখণ্ড | তৈলঙ্গ, ভারত | চণ্ডনায়িকা | চণ্ডেশ | |
উপ: ভগ্নাংশ | শ্বেতবন্ধ | জয়া | মহাভীম |