পুরূরবা
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
হিন্দু পৌরাণিক কাহিনি মতে চন্দ্রবংশীয় প্রথম রাজা বুধের ঔরসে ইলার গর্ভে এঁর জন্ম হয়েছিল ইলার পুত্র বলে এঁর অপর নাম ছিল ঐল অপ্সরী উর্বশীর সাথে এর প্রণয় ও বিবাহের কারণে ইনি পৌরাণিক কাহিনীতে বিশেষভাবে স্থান পেয়েছেন।   দেখুন : উর্বশী : উর্বশী-পুরূরবা কাহিনী