ঋভু
বিশেষ্য {| হিন্দু দৈবসত্তা | দৈবসত্তা | আধ্যাত্মিক সত্তা | বিশ্বাস | অভিলব্ধি | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
হিন্দু পৌরাণিক কাহিনী মতে-  এই নামের দুটি চরিত্র পাওয়া যায়। যেমন-
. দেবতা বা দেবগণ বিশেষ কথিত আছে- একবার দক্ষ নামক ঋষি একটি যজ্ঞের আয়োজন করেন উক্ত যজ্ঞানুষ্ঠানে, দক্ষ তাঁর কন্যা সতীর সম্মুখে মহাদেবের (সতীর স্বামী) নিন্দা করলে, সতী তা সহ্য করতে না পেরে প্রাণত্যাগ করেন মহাদেব এই সংবাদ জ্ঞাত হয়ে, দক্ষের উক্ত যজ্ঞ ধ্বংস করেন যজ্ঞভঙ্গের সময় ভৃগু অগ্নি কুণ্ড থেকে ঋভু নামক সৈন্যের সৃষ্টি করেন এঁরা ছিলেন বৈবস্বত মন্বন্তরের দেবতা বিশেষ

. ব্রহ্মার মানসপুত্র কৌমার সৃষ্টিকালে ইনি উত্পন্ন হয়েছিলেন

বিশেষ্য {| পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | নৈপূণ্য | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
হিন্দু পৌরাণিক কাহিনী মতে-
সুধন্বার পুত্রগণ এঁরা শিল্পকলায় পারদর্শী ছিলেন