শল্য
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
হিন্দু পৌরাণিক কাহিনি মতে
মদ্রদেশের রাজা ইনি পাণ্ডুর দ্বিতীয়া স্ত্রী মাদ্রীর ভাই ছিলেন মহাভারতের মতে- সংহ্লাদ জন্মান্তরে শল্য নামে জন্মগ্রহণ করেছিলেন ইনি নকুল-সহদেবের আপন মামা হওয়া সত্তে্বও দ্রৌপদীর স্বয়ংবর সভায় উপস্থিত হয়ে লক্ষভেদে অংশগ্রহণ করেন, কিন্তু অকৃতকার্য হন এরপর অন্যান্য রাজাদের সাথে ইনি পাণ্ডবদের আক্রমণ করেন এবং অন্যান্যদের সাথে ইনিও (ভীমের হাতে) পরাজিত হন

কুরুক্ষেত্রের যুদ্ধের প্রথমদিকে ইনি পাণ্ডবদের পক্ষে থাকলেও, দুর্যোধনের সাদর অভ্যর্থনায় অভিভূত হয়ে, পাণ্ডবদের বিপক্ষে যান যুদ্ধের অষ্টাদশ দিনে ইনি সেনাপতি হিসাবে কৌরব সৈন্য পরিচালনা করেন এই সময় ইনি বিশেষ কৃতিত্বের পরিচয় দেন এই যুদ্ধেই ইনি যুধিষ্ঠিরের মন্ত্রসিদ্ধ অস্ত্রের আঘাতে নিহত হন