শশাদ
ঊর্ধ্বক্রমবাচকতা
{
পৌরাণিক সত্তা
|
কাল্পনিকসত্তা
|
কল্পনা
|
সৃজনশীলতা
|
দক্ষতা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
হিন্দু পৌরাণিক
কাহিনি মতে–
রাজা ইক্ষ্বাকুর
পুত্র।
এঁর অপর নাম বিকুক্ষি।
পিতার মৃত্যুর পর ইনি উত্তরাধিকার সূত্রে রাজা হন।
একবার যজ্ঞের জন্য শশকের মাংস সংগ্রহের জন্য তাঁর পিতা তাঁকে শিকারে পাঠান।
ইনি বনে গিয়ে শশক শিকার করেন।
কিন্তু ক্ষুধার্ত হয়ে উক্ত শশকের মাংস আহার করেন।
ফলে বশিষ্ঠ জানান যে,
এই অন্যায় কাজের জন্য সমস্ত যজ্ঞ পণ্ড হয়েছে।
সেই কারণে ইনি শশাদ নামে পরিচিত হন।
এঁর পুত্রের নাম ককুত্স্থ।