সত্য
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

হিন্দু পৌরাণিক কাহিনি মতে জনৈক দরিদ্র ব্রাহ্মণ বিশেষ দারিদ্রতার কারণে, ইনি যজ্ঞ করার জন্য পশু সংগ্রহ করতে না পেরে ফলমূলকেই পশু হিসাবে উৎসর্গ করে যজ্ঞ করতেন একদিন ধর্ম হরিণের রূপ ধরে এঁকে বললেন যে, অঙ্গহীন যজ্ঞে তাঁর পাপ হচ্ছে তারপর ধর্ম তাঁকে (হরিণরূপী ধর্ম) বলি দিয়ে যজ্ঞ সম্পন্ন করা কথা বলেন ব্রাহ্মণ তখন হরিণকে হত্যা করতে উদ্যত হলে, দেবী সাবিত্রী এই কাজ করতে নিষেধ করেন দেবীর কথায় হরিণকে হত্যা না করলে, মৃগরূপী ধর্ম আবার ব্রাহ্মণকে পশুহত্যা করতে অনুরোধ করলেন ব্রাহ্মণ এবার হত্যা  করতে উদ্যত হলে ধর্ম ছদ্মবেশ ত্যাগ করে যজ্ঞের জন্য প্রাণীহিংসা করতে নিষেধ করলেন এরপর ধর্মের কথায় ব্রাহ্মণ যজ্ঞে প্রাণী হত্যা একেবারে ত্যাগ করলেন