সুমেরু
ঊর্ধ্বক্রমবাচকতা {| পর্বত | পৌরাণকি লক্ষ্যবস্তু |  পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

হিন্দু পৌরাণিক কাহিনিতে পর্বত বিশেষ। মহাভারতের মতে- এটি সুবর্ণময় শৃঙ্গ, নদনদী এবং আলোকপ্রদায়ী উদ্ভিদ দ্বারা সুশোভিত এবং অসংখ্য হিংস্র প্রাণি পরিবেষ্টিতএকটি পর্বত। এই পর্বতে দেবতা ও গন্ধর্বরা বাস করে। সমুদ্রমন্থনের পরিকল্পনা এই পর্বতে বসে গৃহীত হয়েছিল।
               [
১৭ অধ্যায়। আদিপর্ব। মহাভারত]]