সুমিত্রা
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

হিন্দু পৌরাণিক কাহিনিতে  দশরথের তৃতীয়া স্ত্রী দশরথের ঔরসে এঁর যমজ সন্তান জন্মে এই সন্তানদ্বয়ের নাম- লক্ষ্মণ ও শত্রুঘ্ন রাম বনবাসে যাবার সময় লক্ষ্মণ তাঁর অনুগামী হলে- ইনি লক্ষ্মণকে পিতা ও সীতাকে মাতার মত অনুসরণ করতে আদেশ করেন রামলক্ষ্মণ বনবাসে যাবার কিছুদিন পর দশরথের মৃত্যু হয় এই কারণে ইনি অত্যন্ত ম্রিয়মান অবস্থায় জীবনযাপন শুরু করেন রাম, লক্ষ্মণ ও সীতা অযোধ্যায় ফিরে এলে ইনি আনন্দিত মনে কিছুদিন কাটান পরে অযোধ্যাতেই তাঁর মৃত্যু হয়দেখুন : রাম, লক্ষ্মণ, সীতা