কুরুক্ষেত্রের যুদ্ধে সপ্তরথী কর্তৃক অভিমন্যু যখন নিহত হন
, তখন উত্তরা অন্তঃসত্ত্বা ছিলেন। অশ্বত্থামার মণি হরণকালে অশ্বত্থামা ও অর্জুন পরস্পরের প্রতি ব্রহ্মশির অস্ত্র নিক্ষেপ করেন। নারদ ও ব্রহ্মার অনুরোধে অর্জুন নিজ অস্ত্র সংবরণ করলেও অশ্বত্থামা অস্ত্র সংবরণে অসমর্থ হয়ে উক্ত অস্ত্র পাণ্ডবনারীদের গর্ভে নিক্ষেপ করেন। ফলে উত্তরার গর্ভস্থ শিশুর মৃত্যু হয়। পরে কৃষ্ণ যোগবলে উক্ত শিশুকে জীবনদান করেন। উত্তরার এই সন্তানের নাম ছিল পরীক্ষিত। পাণ্ডবদের মহাপ্রস্থানকালে- পাণ্ডবরা পরীক্ষিতের হাতে রাজ্যভার সমর্পণ করে যান।