ভীষ্মক
ঊর্ধ্বক্রমবাচকতা
{
পৌরাণিক সত্তা
|
কাল্পনিকসত্তা
|
কল্পনা
|
সৃজনশীলতা
|
দক্ষতা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
হিন্দু পৌরাণিক কাহিনি মতে–
ভোজদেশের রাজা।
এঁর পুত্রের নাম- রুক্মী ও কন্যার নাম-রুক্মিণী।
রুক্মিণী কৃষ্ণকে মনে মনে পতিত্ব বরণ করে চরমুখে কৃষ্ণের কাছে বিবাহের প্রস্তাব দেয়।
কৃষ্ণ প্রথমে রুক্মিণীর পিতা ভীষ্মকের কাছে উপস্থিত হয়ে এই বিবাহে সম্মতি প্রার্থনা
করলে,
ভীষ্মক তাতে
অসম্মতি জানান।
পরে ভীষ্মক তাঁর কন্যার জন্য স্বয়ংবর সভার আয়োজন করেন।
কৃষ্ণ-বলরাম উক্ত সভা থেকে রুক্মিণীকে হরণ করেন।
পরে কৃষ্ণ রুক্মিণীকে বিবাহ করেন।