ভগবদ্গীতা
ঊর্ধ্বক্রমবাচকতা  { | ধর্মীয় পাঠ্য | লিখন | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
হিন্দু ধর্মীয় গ্রন্থ। গ্রন্থটির রচয়িতা ছিলেন বেদব্যাস। মূলত এই গ্রন্থটি মহাভারতের ভীস্মপর্বের অন্তর্গত অংশ। কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে- যুদ্ধক্ষেত্রে অর্জুন কৌরবপক্ষের আত্মীয়দের দেখে যুদ্ধ থেকে বিরত থাকার ইচ্ছা ব্যক্ত করলে- শ্রীকৃষ্ণ যে সকল উপদেশ দ্বারা অর্জুনকে যুদ্ধে উৎসাহিত করেছিলেন- তারই সংকলন হলো- গীতা। এর অন্যান্য নাম- গীতা, ভগবদ্গীতা। ইংরেজি : Bhagavad-Gita, Bhagavadgita, Gita