তিয়ামৎ
ইংরেজি:
Tiamat

ব্যবিলনের পৌরাণিক কাহিনি মতে, তিয়ামৎ ছিলেন ড্রাগনরূপী আদি দেবী। তিনি ছিলেন লবণাক্ত সাগরের দেবী। তাঁর স্বামী ছিলেন মিষ্টি পানির দেবতা আপসু (
Apsu)। এদের মিলনের ফলে জন্মগ্রহণ করেছিল লাহ্‌মু এবং লাহামু জন্মগ্রহণ। এরপর জন্মগ্রহণ করেছিল আনশারকিশার (লাহ্‌মু এবং লাহামুর পুত্র কন্যা)।

আনশারকিশার মিলিত হলে জন্মগ্রহণ করে আকাশের দেবতা আনু এবং তাঁর স্ত্রী অনতু। এরপর একে একে দেবতাদের পরিবারে যুক্ত হয় এয়া, দমকিনি, এনলিল প্রমুখ দেবদেবীরা।

খ্রিষ্টপূর্ব ২০০০ অব্দের দিকে রচিত এনুমা এলিশ (
Enuma elish) মহাকাব্য থেকে জানা যায়, দেবতাদের কোলাহলে এবং পরস্পরের দ্বন্দ্বে স্বর্গে বিশৃঙ্খলার সৃষ্টি হলে, তিয়ামৎ এবং আপসু অত্যন্ত বিরক্ত হন। সে সময় তিয়ামৎ এবং আপসু পাতালে বাস করতেন। উভয়ই স্বর্গের দেবতাদের আচরণ নিয়ন্ত্রণ করার উদ্যোগ নেন। তাতে ব্যর্থ হয়ে, এরা দেবতাদের হত্যা করার পরিকল্পনা করেন।

বিষযয়টি দেবতাদের পক্ষে এনকি (এয়া) জানতে পেরে, আপসুকে বন্দী করে হত্যা করেন। স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তিয়ামৎ দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তিনি একটি দানব বাহিনী তৈরি করে, কিঙ্গুকে এই বাহিনী পরিচালনার দায়িত্ব দেন। উল্লেখ্য কিঙ্গু ছিল আপসু ও তিয়ামতের পুত্র। আপসুর মৃত্যুর পর তিয়ামৎ কিঙ্গুকে বিবাহ করেন।

এই যুদ্ধে দেবতাদের পক্ষে নেতৃত্ব দেন মারদুক। যুদ্ধে মারদুকের কাছে তিয়ামৎ পরাজিত ও নিহত হন। এরপর মারদুক তিয়ামতের দেহকে দুই টুকরা করে ফেলেন। তিনি তিয়ামতের শরীরের উপরের টুকরা দিয়ে তৈরি করেন আকাশ, আর নিচের টুকরা দিয়ে তৈরি করেন পৃথিবী। এছাড়া ড্রাগনরূপী তিয়ামতের লেজ দিয়ে তৈরি করেন ছায়াপথ এবং দুই চোখের অশ্রুধারা থেকে তৈরি করেন ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী।

উল্লেখ্য কিঙ্গুকে মারদুক হত্যা করার পর, তার রক্ত দিয়ে তৈরি করেন মনুষ্য জাতি।


সূত্র :
http://www.pantheon.org/articles/t/tiamat.html
http://dragons.wikia.com/wiki/Tiamat_