লাহমু
Lahamu
মেসোপটেমিয়ার পৌরাণিক দেবতা। এর পিতা ছিলেন মিষ্টি পানির দেবতা
আপসু এবং মা ছিলেন
লবণাক্ত পানির দেবী
তিয়ামৎ।
প্রাচীন গ্রন্থ
এনুমা এলিশ
গাঁথা থেকে জানা যায়,
তার বোন
লাহামু'র সাথে এর
বিবাহ হয়। এঁদের দুটি সন্তান ছিল। এঁদের নাম ছিল-
আনশার ও
কিশার।
আক্কাদিয়ান পৌরাণিক কাহিনিতে,
লাহমুকে রাশিচক্রের প্রতিনিধি, নক্ষত্র ও নক্ষত্রমণ্ডলের জনক
হিসেবে বিবেচনা করা হয়।
খ্রিষ্টপূর্ব ৯০০-৬১২ অব্দের ভিতরে মেসোপটেমিয়ার নিনেভেহ নগরের
ধ্বংসাবশেষে থেকে প্রাপ্ত মূর্তি থেকে জানা যায়, এই দেবতার দাড়ি ছিল। মাথায় ছিল
কোকড়ানো গুচ্ছবদ্ধ চুল। এই দেবতা প্রথম দিকে আপসু
-র মন্দিরের দ্বাররক্ষক ছিলেন।
সূত্র :