অকা
বানান বিশ্লেষণ: অ+ক্+আ
উচ্চারণ:
[অ.কা] [ɔ.ka]
শব্দ-উৎস:

১. সংস্কৃত ञ्ज (অজ্ঞ)>অপভ্রংশ অগা> বাংলা অজ্ঞ> অকা।
পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক}
অর্থ: বুদ্ধির প্রয়োগ করতে পারে না এমন ব্যক্তি
সমার্থক শব্দাবলি: অকা,
নির্বোধ, বোকা


২. অহমি অকা>বাংলা  অকা।
পদ: বিশেষ্য।
অর্থ: আসামের পার্বত্য জাতি বিশেষ। দেখুন : অকা [জাতি]


৩. তামিল অকা>বাংলা  অকা।
পদ: বিশেষ্য।
অর্থ:
প্রাচীন ভারতীয় স্বর্ণ মুদ্রা বিশেষ।
দেখুন :
অকা [মুদ্রা, ভারত]