অকাণ্ডে
বানান বিশ্লেষণ: অ+ক্+আ+ণ্+ড্+এ
উচ্চারণ: [.কান্‌.ডে] [ɔ.kan.ɖe]
শব্দ-উৎস: সংস্কৃত काण्ड (অকাণ্ড)>বাংলা অকাণ্ড>অকাণ্ডে
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অ-কাণ্ড {অ-কাণ্ড {কন্ (দীপ্ত হওয়া) +, কর্তৃবাচ্য}+
পদ: বিশেষণ {ভাববিশেষণ, ক্রিয়া-বিশেষণ}
অর্থ:
কোনো কর্মকাণ্ড বা কারণ ছাড়া যা হয়। পূর্ব লক্ষণ ছাড়াই যা তৎক্ষণাৎ ঘটে বা উপস্থিত হয়।
সমার্থক শব্দাবলি:
অকস্মাৎ, অকাণ্ডে, অতর্কিত, আচমকা, সহসা, হঠাৎ।