অকাট
বানান বিশ্লেষণ: অ+ক্+আ+ট্+অ
উচ্চারণ: [.কাট্] [ɔ.k]
শব্দ-উৎস:

১. বাংলা অ- তদ্ভব কাট্য {সংস্কৃত কৃৎ (ছেদন করা)>প্রাকৃত কট্ট>বাংলা কাট‌}
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অ (নয়) কাট (কর্তনযোগ্য)/নঞ্ তৎপুরুষ সমাস
পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক}

অর্থ: যা কাটার অযোগ্য, যা কাটা যায় না বা খণ্ডন করা যায় না।
সমার্থক শব্দাবলি:
অকর্তনীয়, অকাট্য, অখণ্ডনীয়। (অকাট যুক্তি. অকাট সত্য)।

২. বাংলা অ- তদ্ভব {
সংস্কৃত काष्ठ (কাষ্ঠ)>প্রাকৃত কট্‌ঠ>বাংলা কাঠ>কাট}

রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অ (নয়, মন্দ অর্থে) কাট/নঞ্ তৎপুরুষ সমাস
পদ: বিশেষ্য

২.১. খারাপ কাঠ, মন্দ কাঠ।
২.২. সুনির্দিষ্ট কাজের জন্য অযোগ্য কাঠ।


৩. দেশী।
পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক}
অর্থ: বুদ্ধির কাট বা ধার নাই এমন।
সমার্থক শব্দাবলি: অজ্ঞ, নির্বোধ।
উদাহরণ: অকাটমূর্খ।