অকহিত
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+হ্+ই+ত্+অ
উচ্চারণ: [.কো.হি.তো][ɔ.ko.ɦi.o]
শব্দ-উৎস: সংস্কৃত थित (কথিত)>বাংলা কহিত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: 
অ (ন) কহিত/নঞ্ তৎপুরুষ সমাস
পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক}
অর্থ:  যা কথার দ্বারা বিবৃত হয় নাই এমন।
সমার্থক শব্দাবলি: অকথিত, অকহিত,
ইংরেজি:
untold; unspoken