অকথিত
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+থ্+ই+ত্+অ
উচ্চারণ:
ɔ.ko.t̪ʰi.t̪ʰo (অ.কো.থি.তো)
শব্দ-উৎস: সংস্কৃত অকথিত> বাংলা অকথিত।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: পদ: বিশেষণ
অর্থ:
১. যা কথার দ্বারা বিবৃত হয় নাই এমন।
সমার্থক শব্দাবলি: অকথিত, অকহিত, অনুক্ত, অবর্ণিত, অবিবৃত, অব্যক্ত।
ইংরেজি:
untold; unspoken

২. উল্লেখ করে বলা হয় নাই এমন।
সমার্থক শব্দাবলি: অকথিত, অনুল্লিখিত।
ইংরেজি:
a not referred to or mentioned


৩.  ব্যাখ্যা করে বলা হয় নাই এমন।
সমার্থক শব্দাবলি: অকথিত, অব্যাখ্যাত।
ইংরেজি:
a unexplained

৪.  যা আলোচিত হয় নাই এমন।
সমার্থক শব্দাবলি: অকথিত, অনালোচিত।
ইংরেজি:
a undiscussed

৫. যা ইতিমধ্যে উচ্চারিত হয় নাই ।
সমার্থক শব্দাবলি: অকথিত, অনুচ্চারিত।
ইংরেজি:
unuttered, unspoken, untold.

৬. যার গুঢ় অর্থ কথার দ্বারা প্রকাশ করা হয় নাই।
সমার্থক শব্দাবলি: অকথিত, অপ্রকাশিত।
ইংরেজি:
undisclosed, unrevealed