অকরা
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+র্+আ
উচ্চারণ: [অ.ক.রা] [ɔ.kɔ.ra]
শব্দ-উৎস: দেশী
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {পাম্ জাতীয় বৃক্ষ | ফলদবৃক্ষ | আবৃতবীজী বৃক্ষ | বৃক্ষ | কাষ্ঠময় উদ্ভিদ | ভাস্কুলার উদ্ভিদ | উদ্ভিদ | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}

অর্থ:
এটি Phyllanthus গণের একটি পামজাতীয় ফলদ ও পাতাঝরা বৃক্ষ। এর পরিচিত নাম আমলকী।
অন্যান্য নাম :
অকরা, আমলকী, আমলা, অমৃতা, অমৃতফলা, জাতীফলা, ধাত্রীকা, ধাত্রীফলা, ধাত্রেয়ী, বয়ঃস্থা, বৃষ্যা, বৃন্তফলা, রোচনী, শান্তা, শিবা, শীতা, শ্রীফলা।
        দেখুন:
আমলকি
ইংরেজি: Myrobalan