অকট-বিকট
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+ট্+অ+ব্+ই+ক্+অ+ট্+অ
উচ্চারণ:
ɔ.kɔʈ..bi.kɔʈ (.কট্‌.বি.কট)

অ‌.কট্ [নঞর্থক অ অর্ধ-বিবৃত ধ্বনি হবে। কট্ ধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হয়]

শব্দ-উৎস: সংস্কৃত क्कट (অক্কট)>প্রাকৃত অক্কট>পালি , বাংলা অকট} + সংস্কৃত विकट (বিকট)>বাংলা বিকট।
পদ: বিশেষ্য
অর্থ: যা অকট (ভীষণ) এবং বিকট  (বিকৃত আকার)। আতঙ্কে বা যন্ত্রণা ভীষণ ও বিকৃত আকার ধারণ করা বা ছটফট করা।
সমার্থক শব্দাবলি: ভয়ঙ্কর অঙ্গভঙ্গি, বিকট আকৃতি
উদাহরণ: বিকটবিকট করে পড়িয়া ত্রাসে/কৃত্তিবাসী রামায়ণ]


সূত্র :