অঁধার
বানান বিশ্লেষণ: অ+ঁ+ধ্+আ+র্+অ
উচ্চারণ:
ɔ̃.d̪ʰar (অঁ.ধার্)।

অঁ.ধার্ [অঁ এবং ধার্ ধ্বনি দুটি একাক্ষর হিসেবে উচ্চারিত হয়।]

শব্দ-উৎস: সংস্কৃত न्धकार অন্ধকার>প্রাকৃত অংধআর, অংধার>বাংলা অঁধার
পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক} 

অর্থ: আলোকহীন দশায় আছে এমন।
সমার্থক শব্দ:
অঁধার, অঁধিয়ার, অন্ধকার, অন্ধকারময়, আঁধার, তমসাচ্ছন্ন, তমিস্র, তমিস্রা, তমোময়।
উদাহরণ: অঁধার রাত্রি।
ইংরেজি:
dark


সূত্র :