অন্ধকার

[অন্‌.ধো.কার্] [n.d5Ho.kar]
সংস্কৃত অন্ধকার>বাংলা  আঁধার
অন্ধ {
Öঅন্ধি +(দৃষ্টিহীন হওয়া)+ অ (অচ্)}+ কার{Öকৃ (করা) অ (অণ্)}। ক্লীবলিঙ্গ
১.
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | দীপন |
দশা | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
অর্থ : আলোকহীন দশার নাম, যা দৃষ্টিকে অন্ধ করে, এই অর্থে- অন্ধকার।
সমার্থক শব্দাবলি : 
অঁধার, অঁধিয়ার, অন্ধকার, আঁধার , আঁধারি, আলোকহীনতা, আলোকশূন্যতা, আলোর অভাব, তমঃ, তমস, তমিস্র, তমিস্রা, তামস, তিমির, ধ্বান্ত।

২.
বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক}  
অর্থ : অন্ধকার দশায় আছে এমন।
সমার্থক শব্দাবলি:
অঁধার, অঁধিয়ার, অন্ধকার, অন্ধকারময়, তমসাচ্ছন্ন, তমোময়।
উদাহরণ : অন্ধকারময় রাত্রি।
ইংরেজি :
dark