অঙ্কোল

বানান বিশ্লেষণ:
উচ্চারণ:

শব্দ-উৎস: সংস্কৃত अङ्कोल অঙ্কোল> বাংলা অঁকল
পদ : বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | আবৃতবীজী বৃক্ষ | বৃক্ষ | কাষ্ঠময় উদ্ভিদ | ভাস্কুলার উদ্ভিদ | উদ্ভিদ | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
সমার্থক অপরাপর নাম: অঁকল, অঙ্কোট, অঙ্কোল, আঁকোড়, বাঘ আঁকড়া।
বৈজ্ঞানিক নাম-Alangium lamarckii
        দেখুন : অঙ্কোল (উদ্ভিদ কোষ)