অইসসি
বানান বিশ্লেষণ: অ+ই+ স্+অ+স্+ই
উচ্চারণ: oi.so.si  (ওই.সো.সি)
শব্দ-উৎস: সংস্কৃত আ-বিশ্ (প্রবেশ)>প্রাকৃত আ-ইস্>বাংলা আইস, অইস>অইসসি
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অইস্ (আসা) +ইস
পদ: ক্রিয়াপদ
অর্থ: আসিস
শব্দ বিবর্তন:


সূত্র :