অভিজ্ঞ
বানান বিশ্লেষণ:অ+ভ্+ই+জ্+ঞ্+অ
উচ্চারণ :
o.bʰig.g̃ o
(ও.ভিগ্.গোঁ)।
শব্দ-উৎস:
সংস্কৃত অভিজ্ঞ>
বাংলা অভিজ্ঞ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অভি+
জ্ঞা
(জানা) +
অ (অঙ),
কর্তৃবাচ্য}
পদ:
বিশেষণ
অর্থ: অভিজ্ঞতা আছে এমন ব্যক্তি।
সমার্থক শব্দাবলি:
ইংরেজি
experienced
বিপরীতার্থক শব্দ:
- ভাবার্থে: অনভিজ্ঞ
- স্ত্রীলিঙ্গার্থে:
অভিজ্ঞা
সূত্র:
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লি: ১৪০৮। পৃষ্ঠা: ৩৭।
- নন্দনত্ত্বের প্রথম পাঠ। কামরুল হায়দার। নবযুগ প্রকাশনী, ফেব্রুয়ারি ২০১৭। পৃষ্ঠা: ৯০
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১। পৃষ্ঠা:১৫০।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমী, ঢাকা, মার্চ ২০০৫। পৃষ্ঠা: ১।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০। পৃষ্ঠা: ১১৩
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০। পৃষ্ঠা: ৭৩
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫। পৃষ্ঠা: ৯০।
- সচিত্র প্রকৃতিবাদ অভিধান (চতুর্থ সংস্করণ)। রামকমল বিদ্যালঙ্কার। ১২৯৫। পৃষ্ঠা: ৯৯ ।
- সরল বাঙ্গালা অভিধান (সপ্তম সংস্করণ, নিউবেঙ্গল প্রেস ১৯৩৬)। সুবলচন্দ্র মিত্র। পৃষ্ঠা: ৯৬।
wordnet 2.1