বলান্বিত [ব.লান্.নি.তো] [.lan.ni.t5o]
সংস্কৃত लान्वित (বলান্বিত)>বাংলা বলান্বিত
বল দ্বারা অন্বিত/তৃতীয়া তৎপুরুষ সমাস
বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}

অর্থ : বল আছে বা বলযুক্ত ব্যক্তি।
সমার্থক শব্দাবলি : অংশল, অংসল, বলবান, বলশালী। [সমার্থক শব্দাবলির তালিকা দেখুন: অংশল]
ইংরেজি : robust, strong