বি
বানান বিশ্লেষণ: ব্ +ই
উচ্চারণ:
[বি] [bi]
শব্দ-উৎস:-১ সংস্কৃত অপি>বাংলা বি

পদ: অব্যয় {নির্দেশক বা সংযোজক}
সমার্থক শব্দাবলি: -টি, , ই, ও বা  
শব্দ বিবর্তন:

  • সর্বপ্রাচীন নমুনা ৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ
    • -টি, -টিই অর্থে: কাআ তরুবর পঞ্চ বি ডাল/লুইপাদানাম। চর্যাগীতিকা-১।
    • ই অর্থে:
      • বাটঅ ভঅ খাণ্ট বি বলআ/সরহপাদানাম্। চর্যাগীতিকা-৩৮।
      • ভব উলোল ষঅবি বলআ/সরহপাদানাম্। চর্যাগীতিকা-৩৮।
      • জেতই বোলি তেতবি টাল। কাহ্নপাদানাম। চর্যাগীতিকা-৪০।
    • ও অর্থে:
      • জইসো জাম, মরণ বি তইসো। সরহপাদানাম্।  চর্যাগীতিকা-২২।
      • জো এথু জাম, মরণে বি সঙ্কা। সরহপাদানাম্।  চর্যাগীতিকা-২২।
    • বা অর্থে: ভণই কাহ্ন জিণরঅণ বি কইসা। কাহ্নপাদানাম। চর্যাগীতিকা-৪০।

শব্দ-উৎস:-২: সংস্কৃত উপসর্গ বি>বাংলা বি

শব্দভেদে অর্থ প্রকরণ:

  • পৃথকভাব: বিয়োগ, বিশ্লেষ
  • বিবিধ ভাব: বিচিত্র, বিবিধ
  • অতিশয় ভাব: বিকীর্ণ,
  • ইতস্তত ভাব: বিক্ষিপ্ত, বিভ্রান্ত
  • মোহ ভাব: বিমনস্ক, বিমুগ্ধ
  • বৈপরিত্য ভাব: বিকর্ম, বিক্রয়, বিকল্প
  • বিরোধ অর্থে: বিবাদ, বিবাদী
  • বিশেষার্থে: বিকচ, বিকর্তন, বিবেচ্য, বিরচন, বিভূষণ, বিনীত
  • অভাব অর্থে: বিধবা, বিস্মৃতি
  • বিকৃতি বা বৈরূপ্য ভাব: বিকট, বিকার, বিকৃত
  • বিস্তারিত ভাব: বিকথন, বিস্তীর্ণ

সূত্র: