দরিয়া
বানান বিশ্লেষণ: দ্+অ+র্+ই+য়্+আ
উচ্চারণ:
[দো.রি.আ]
[d̪o.ri.a]
শব্দ-উৎস:
ফারসি দর্য়া>বাংলা
দরিয়া।
পদ:
১. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| জলাঙ্গী | স্ব-সত্তা | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ:১.১. বিস্তৃত জলরাশি থাকে যাতে।
সমার্থক শব্দাবলি: দরিয়া, সমুদ্র, সাগর ।
ইংরেজি: sea।
১.২. একমুখী বিপুল স্রোতযুক্ত জলরাশি।
সমার্থক শব্দাবলি: দরিয়া, নদী।
ইংরেজি: river।
২. পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক}।
অর্থ: সাগরের মতো যা অবাধ বা উন্মুক্ত ।
সমার্থক শব্দাবলি: অকপট, অবাধ, উন্মুক্ত, খোলা, দরিয়া, সরল।
উদাহরণ: দিলদরিয়া।