হ্যাট
বানান বিশ্লেষণ: হ্+য্+আ+ট্+অ
উচ্চারণ:
hæt
(হ্যাট্)
শব্দ-উৎস:
প্রাচীন নর্স
hǫttr>জার্মান,
প্রাচীন
ইংরেজি
hætt> hat>
বাংলা হ্যাট
পদ:
বিশেষ্য
অর্থ: মাথায় পরিধেয় কানাযুক্ত পাশ্চাত্য রীতির টুপি
সূত্র :
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ।
১৪০৮। পৃষ্ঠা: ৭৩০
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
পৃষ্ঠা: ১২১৮
- বাঙ্গালা ভাষার অভিধান । জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ।
নভেম্বর ২০০০। পৃষ্ঠা: ১৪৬৮
- ব্যবহারিক শব্দকোষ। কাজী আব্দুল ওদুদ। প্রেসিডেন্সী লাইব্রেরী।
কলিকাতা। পৃষ্ঠা: ১০৯৪
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
পৃষ্ঠা: ৮৮২
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক
এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫। পৃষ্ঠা: ৩৯০
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
পৃষ্ঠা: ৮৮২
- সরল বাঙ্গালা অভিধান (সপ্তম সংস্করণ, নিউবেঙ্গল প্রেস ১৯৩৬)।
সুবলচন্দ্র মিত্র। পৃষ্ঠা: ১৩৪২।