হড়হড়
বানান্ বিশ্লেষণ: হ্+অ+ড্+হ+ড়্+অ
উচ্চারণ: ɦɔɽ.ɦɔɽ
(হড়্.হড়্)
শব্দ-উৎস: প্রাকৃত হডহড>
বাংলা
হড়হড়
পদ:
বিশেষ্য
অর্থ:
- রথ বা পশুবাহিত গাড়ির চাকার শব্দ
- অমশৃণ পথে ধাতব বা কাঠের তৈরি বস্তুর ঘর্ষণজনিত শব্দ।
- বমনের শব্দ
- মেঘগর্জন
পদ: বিশেষণ
অর্থ:
পিচ্ছিল
সূত্র:
- বঙ্গীয় শব্দকোষ (দ্বিতীয় খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- ব্যবহারিক শব্দকোষ। কাজী আব্দুল ওদুদ। প্রেসিডেন্সী লাইব্রেরী। কলিকাতা।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।