রিযূপীয়া
বানান বিশ্লেষণ: হ্+অ+র্+ই+য্+উ+প্+ঈ+আ
উচ্চারণ: ɦo.ri.
ɟu.pi.a (হো.রি.জু.পি.আ)।

হো.রি.উ.পি.আ [পরবর্তী ই-ধ্বনির প্রভাবে আগের হ ধ্বনি হো হবে। পরবর্তী রি একাক্ষর হিসেবে উচ্চারিত হবে। যূ. পী. আ এই তিনটি ধ্বনি তিনটি একাক্ষার হিসেবে যথাক্রমে উচ্চারিত হবে, জু.পি.আ]

শব্দ-উৎস: বৈদিক हरियूपीया  (হরিযূপীয়া)>বাংলা হরিয়ুপীয়া
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য  
ঊর্ধ্বক্রমবাচকতা  {জনপদ | প্রশাসনিক জেলা | জেলা | ভূস্থান  | অবস্থান | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }


অর্থ:
বেদে বর্ণিত জনপদ বিশেষ। হিন্দু পৌরাণিক গ্রন্থ ঋক্‌বেদের ষষ্ঠ মণ্ডলের ২৭সূক্তের ৫ম ঋকে এই জনপদের নাম পাওয়া যায়। ঋক্‌বেদের এই অংশে বলা হয়েছে

ইন্দ্র চয়মানের পুত্র অভ্যবর্তীর প্রতি অনুকুল হয়ে বরশিখের পুত্রগণকে সংহার করেছেন। তিনি হরিযূপীয়ার পূর্বভাগে অবস্থিত বরশিখের পুত্র বৃচীবানের বংশধরদেরকে বধ করেন, তখন পশ্চিমভাগে অবস্থিত বরশিখের শ্রেষ্ঠ পুত্র ভয়ে বিদীর্ণ হয়েছিল।

এই সূক্তের ষষ্ঠ ঋকে বলা হয়েছে

হে পুরুহূত! তোমার প্রতি হিংসা করণদ্বারা যশোলিপ্সূ হয়ে যজ্ঞপাত্র ভঞ্জনকারী যব্যাবতীর নিকট সমবেত ত্রংশৎশত বর্মধারী বৃচীবৎ পুত্র এককালে নিধন প্রাপ্ত হয়েছিল।

ল্লেখ্য সায়নের মতে হরিযূপীয়া ছিল যব্যাবতীর অপর নাম। ধারণা করা হয়, হরিযূপীয়াতে একটি বড় ধরনের যুদ্ধের পর, রাজা বরশিখের পুত্র প্রতিপক্ষ বৃচীবানের বংশধরকে হত্যা করেছিল। অর্থাৎ এই জনপদে একটি গণহত্যা সংঘটিত হয়েছিল।
 


সূত্র :