কম্পনীয়
বানান বিশ্লেষণ: ক্+অ+ম্+প্+অ+ন্+ঈ+য়্+অ
উচ্চারণ: [কম্‌.পো.নি.ও] [kɔm.po.
ni.o]
শব্দ-উৎস: সংস্কৃত
म्पनीय (কম্পনীয়)>বাংলা কম্পনীয়
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: কম্পি (কম্পিত হওয়া) +অনীয় (অনীয়রঃ), কর্তৃবাচ্য}

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}
অর্থ: যা কম্পনের যোগ্য বা কম্পন দশায় আছে
সমার্থক শব্দাবলি:
কম্পনীয়, কম্পিত
বিপরীতার্থক শব্দ:  অকম্পনা [স্ত্রীলিঙ্গার্থে]