কটাক্ষ
বানান বিশ্লেষণ: ক্+অ+ট্+আ+ক্+ষ্+অ
উচ্চারণ: kɔ.ʈak.kʰo (.টাক্.‌খো)

.টাক্.‌খো [আদ্য ক একাক্ষর হিসেবে উচ্চারিত হবে। ক্ষ ধ্বনি ক্.খো ধ্বনি তৈরি করে। পূর্ববর্তী টা ধ্বনির সাথে ক্ যুক্ত হয়ে টাক্ ধ্বনি তৈরি করবে। অবশিষ্ট খো ধ্বনির একাক্ষর হিসেবে উচ্চারিত হবে।]

শব্দ-উৎস: সংস্কৃত कटाक्ष (কটাক্ষ)>বাংলা কটাক্ষ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {
| পলক-দর্শন | তাকানো | ইন্দ্রিয়ধৃত উপলব্ধি | ইন্দ্রিয় কার্যক্রম | কার্যক্রম | মনুষ্য কার্যক্রম | ঘটিত বিষয় | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

অর্থ: সরসারি কোনো লক্ষ্যবস্তুর দিকে তাকানো বা পূর্ণ দৃষ্টিতে সরাসরি তাকানো।
বিপরীত শব্দ:
অকটাক্ষ (ভাবার্থে)

ইংরেজি:  a side-glance or side-look