ল্বাট
বানান বিশ্লেষণ: খ্+অ+ল্+ব্+আ+ট্+অ
উচ্চারণ:
ɔl.laʈ  (খ‌ল্.লাট্)

খ‌ল্.লাট্ [ল্বা বিযুক্ত হয় ল্.লা ধ্বনি তৈরি করে। আগের খ-এর সাথে ল্ যুক্ত হয়ে একাক্ষর কল্ উচ্চারিত হয়। অবশিষ্টা লা ধ্বনি ট-এর সাথে যুক্ত হয়ে লাট্ ধ্বনি তৈরি করে।]

শব্দ-উৎস: সংস্কৃত ्वाट (খল্লাট)>বাংলা খল্লাট।
পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}
অর্থ:
মাথার চুল পড়ে গেছে বা নাই।

সমার্থক শব্দাবলি: অকচ, কেশহীন, খলতি, খল্বাট, চুলহীন, টেকো, নিষ্কেশ, নেড়া, বিকচ।
বিপরীতার্থক শব্দ:  অকচা [স্ত্রীলিঙ্গার্থে]
ইংরেজি:
having no hair, bald, baldheaded