অকচা
বানান বিশ্লেষণ : অ+ক্+অ+চ্+
উচ্চারণ:
ɔ.kɔ.ca (অ‌.ক.চা)

অ.ক.চা [অ, ক এবং চা ৩টি একাক্ষর সৃষ্টি করে]

শব্দ-উৎস: সংস্কৃত चा (অকচা)>বাংলা অকচা।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, স্ত্রীলিঙ্গবাচক}
অর্থ: মাথার চুল পড়ে গেছে বা নাই এমন অর্থে-অকচ, স্ত্রীলিঙ্গে অকচা।
সমার্থক শব্দাবলি: অকচা, কেশহীনা, চুলহীনা, নিষ্কেশা, বিকচা
বিপরীতার্থক শব্দ: অকচ [পুংলিঙ্গার্থে]
ইংরেজি: (
fem.) having no hair, bald, baldheaded