লেফাফা
বানান বিশ্লেষণ :
ল্+এ+ ফ্+আ+ ফ্+আ
উচ্চারণ
:
le.pʰa.pʰa
(লে.ফা.ফা)
লে =লে। (ল্+এ, একাক্ষর তৈরি করে)
ফা =ফা। ( ফ্+আ একাক্ষর তৈরি করে)
শব্দ-উৎস : আরবি
লিফাফাহ্>বাংলা
লেফাফা।
পদ :
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {
|
বহনযোগ্য-ধারক |
যন্ত্রকরণতা |
মানবসৃষ্টি |
সমগ্র |
দৈহিক লক্ষ্যবস্তু
|
দৈহিক সত্তা
|
সত্তা
|}
অর্থ : কাগজ, চামড়া ইত্যাদি নমনীয় বা ধাতব পদার্থে
তৈরি সমতল, আয়তাকার এবং পাতলা উপকরণ, যার ভিতরের কোনো পাতলা জিনিস প্রবেশ করিয়ে বহন
করা যায় বা পাঠানো যায়। সাধারণভাবে লেফাফা'র উপাদান হিসেবে কাগজকেই বুঝানো হয়। এর
ভিতরের জিনিসের নিরাপত্তার বিচারে অনেক সময় চামড়া, নমনীয় পলিথিলিন জাতীয় পদার্থ বা
ধাতব পাত ব্যবহার করা হয়। অন্যত্র প্রেরণের ক্ষেত্রে এর উপরে প্রাপকের ঠিকানা থাকে।
অনেক ক্ষেত্রে প্রেরকের নামও ব্যবহার করা হয়। সাধারণভাবে লেফাফা বলতে চিঠিপত্র
প্রেরণের ক্ষেত্রে যে বহনযোগ্য ধারক ব্যবহার করা হয়, তাকেই বুঝায়।
সমার্থক শব্দাবলি :
এনভেলপ, খাম, লেফাফা।
উদাহরণ
: রঙিন লেফাফায় চিঠি এলো।
ইংরেজি :
envelope।
বাগধারা
লেফাফা দুরস্ত, লেফাফা দুরুস্ত, লেফাফা-দোরস্ত
মানুষের বাইর এবং ভিতরের দুটি রূপ আছে। ভিতরের রূপ আসল যা বাইরের রূপের
আড়ালে থাকে। এই কারণে বাইরের রূপকে ভিতরের রূপের আবরক বা লেফাফা বলা হয়। বাইরের
রূপ যখন চাকচিক্যপূর্ণ বা মোহময় করে তোলা যায়, তখন তাকে লেফাফা-দুরস্ত, লেফাফা
দুরুস্ত বা দোরস্ত। উল্লেখ্য ফারসি দুরস্ত শব্দের একটি অর্থ হলো সাজানো,
গোছালো, পরিপাটি। বাইরের লেফাফা-রূপী আবরক যখন পরিপাটি থাকে, তখন আক্ষরিক অর্থে
লেফাফা দুরস্ত বলা যেতে পারে। কিন্তু বাংলাতে এই বাগ্ধারা ব্যবহার করা হয়,
অন্তঃসারশূন্য মানুষ সম্পর্কে। যার ভিতরের গুণাবলি উল্লেখ করার মতো নয়, কিন্তু
বাক্যে পোশাকে, আচরণে সে নিজেকে প্রতিনিয়ত সেইভাবকে ধারণ করার চেষ্টা করে থাকে।