লেফাফা
বানান বিশ্লেষণ :
ল্+এ+ ফ্+আ+ ফ্+আ
উচ্চারণ : le.pʰa.pʰa (লে.ফা.ফা)
        লে =লে। (ল্+এ, একাক্ষর তৈরি করে)
        ফা =ফা। ( ফ্+আ একাক্ষর তৈরি করে)

শব্দ-উৎস : আরবি লিফাফাহ্>বাংলা লেফাফা
পদ : বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা  { | বহনযোগ্য-ধারক | যন্ত্রকরণতা | মানবসৃষ্টি | সমগ্র | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ : কাগজ, চামড়া ইত্যাদি নমনীয় বা ধাতব পদার্থে তৈরি সমতল, আয়তাকার এবং পাতলা উপকরণ, যার ভিতরের কোনো পাতলা জিনিস প্রবেশ করিয়ে বহন করা যায় বা পাঠানো যায়। সাধারণভাবে লেফাফা'র উপাদান হিসেবে কাগজকেই বুঝানো হয়। এর ভিতরের জিনিসের নিরাপত্তার বিচারে অনেক সময় চামড়া, নমনীয় পলিথিলিন জাতীয় পদার্থ বা ধাতব পাত ব্যবহার করা হয়। অন্যত্র প্রেরণের ক্ষেত্রে এর উপরে প্রাপকের ঠিকানা থাকে। অনেক ক্ষেত্রে প্রেরকের নামও ব্যবহার করা হয়। সাধারণভাবে লেফাফা বলতে চিঠিপত্র প্রেরণের ক্ষেত্রে যে বহনযোগ্য ধারক ব্যবহার করা হয়, তাকেই বুঝায়।
সমার্থক শব্দাবলি : এনভেলপ, খাম, লেফাফা।
উদাহরণ : রঙিন লেফাফায় চিঠি এলো।
ইংরেজি : envelope


বাগধারা


সূত্র :