মৃত্যু
বানান বিশ্লেষণ: ম্+ঋ+ত্+য্+উ
উচ্চারণ:
[মৃত্.তু] [mrio.u]
শব্দ-উৎস: সংস্কৃত
मृत्यु  (মৃত্যু)>বাংলা মৃত্যু
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: মৃত্যু {মৃ (বিনাশ হওয়া) +ত্যু (ত্যুক)}

পদ: বিশেষ্য

১. যার দ্বারা জীবের বিনাশ ঘটে।
সমার্থক শব্দাবলি: জীবনাবসান, মরণ, মৃত্যু।

. যে কোনো সত্তার বিলুপ্তি হওয়া দশা।
সমার্থক শব্দাবলি:
ধ্বংস, বিনাশ, মরণ, মৃত্যু।  
উদাহরণ:
আদর্শের মৃত্যু।

 

৩. হিন্দু পৌরাণিক কাহিনি মতে- ব্রহ্মার ক্রোধ থেকে উৎপন্ন দেবী বিশেষ
 [দেখুন:
মৃত্যু (পৌরাণিক]