মৃত্যু
ঊর্ধ্বক্রমবাচকতা
{|
হিন্দু দৈবসত্তা
|
দৈবসত্তা
|
আধ্যাত্মিক সত্তা
|
বিশ্বাস
|
প্রজ্ঞা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
হিন্দু পৌরাণিক কাহিনি মতে-
ব্রহ্মার ক্রোধ থেকে উৎপন্ন দেবী বিশেষ।
উল্লেখ্য,
প্রাণী সৃষ্টির পর
ব্রহ্মা তাদের সংহারের উপায় ভাবতে থাকেন।
এই সময় তাঁর হৃদয়ে ক্রোধের সৃষ্টি হয়।
এই ক্রোধ থেকে ক্রমে অগ্নি উৎপন্ন হয়।
এই অগ্নি সমস্ত জগৎ দগ্ধ করতে থাকলে,
প্রজাদের রক্ষার্থে
মহাদেব
ব্রহ্মার কাছে প্রার্থনা করেন।
ব্রহ্মা বললেন
যে,
পৃথিবী প্রাণীর ভারে ভারাক্রান্ত হলে প্রাণী সংহারের কোন উপায়
না দেখে তিনি ক্রুদ্ধ হয়েছিলেন।
এই ক্রোধের সূত্রেই জন্ম হয়েছে মৃত্যু।