নিরাপদে
বানান বিশ্লেষণ: ন্+ই‌+র্+উ+প্+অ+দ্+এ
 

পদ: বিশেষণ {ভাব-বিশেষণ, ক্রিয়া-বিশেষণ}
অর্থ: নিরাপদ অবস্থায় এমন।
সমার্থক শব্দাবলি: অকণ্টকে, নিরাপদে, নির্বিঘ্নে বিনাবাধায়।
উদাহরণ: অকণ্টকে রাজ্য ভোগ/ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
ইংরেজি:
in peace and safety, with nothing standing in the way; un troubled; freely


সূত্র :