ফিফা
বানান বিশ্লেষণ: ফ্+ই+ফ্+আ
উচ্চারণ : pʰi.pʰa
(ফি.ফা)।

ফি.ফা [ফি এবং ফা দুটি একাক্ষর হিসেবে উচ্চারিত হয়]

শব্দ-উৎস: ফরাসি Fédération Internationale de Football Association (ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্‌ দ্য ফুৎবল্‌ আসোসিয়াসিওঁ‌,)>শব্দ সংক্ষেপ FIFA(ফিফা)>বাংলা ফিফা
পদ: বিশেষ্য


অর্থ:
আন্তর্জাতিক ফুটবল সংস্থা হচ্ছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। ১৯০৪ খ্রিষ্টাব্দের ২১শে মে, এই প্রতিষ্ঠান স্থাপিত হয়। এর সদর দফতর সুইজারল্যান্ডের জিরিখ শহরে। এর প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলো ছিল বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ড, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড। টেলিগ্রামের মাধ্যমে পরে জার্মান এই সংস্থায় থাকার ইচ্ছা প্রকাশ করেছিল।

 

১৯০৪ খ্রিষ্টাব্দে এর প্রথম সভাপতি হিসেবে নির্বাচিত হন Robert Guérin। ১৯০৬ খ্রিষ্টাব্দে ইংল্যান্ডের Daniel Burley Woolfall

১৯০৮ খ্রিষ্টাব্দের অলিম্পিকে ফুটবল প্রথম আনুষ্ঠানিক খেলার মর্যাদা পায়। এই প্রতিযোগিতা ছিল অপেশাদার খেলোয়াড়দের জন্য। এই অলিম্পিকেই  ইংল্যান্ড জাতীয় অপেশাদার ফুটবল দল অংশগ্রহণ করে জয়লাভ করে। এই বৎসরে দক্ষিণ আফ্রিকা ফিফাতে যোগদান করে। ১৯১২ খ্রিষ্টাব্দে চিলি ফিফাতে যোগদান করে। ১৯১৩ খ্রিষ্টাব্দে যোগদান করে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

 

এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখ শহরে অবস্থিত। ১৯৩০ খ্রিষ্টাব্দ থেকে এই প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে পুরুষদের ফুটবল বিশ্বকাপ শুরু হয়। ১৯৯১ খ্রিষ্টাব্দে ফিফা মহিলা বিশ্বকাপ শুরু হয়। দেখুন: [বিশ্বকাপ ফুটবল পুরুষ]

 

১৯৯২ খ্রিষ্টাব্দ থেকে শুরু হয়েছে ফিফা কনফেডারেশন কাপ। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছয়টি মহাদেশীয় চ্যাম্পিয়ন দল। যেমন  উয়েফা, কনমেবল, কনকাকাফ, সিএএফ, এএফসি, ওএফসি চ্যাম্পিয়ন দল। এছাড়া থাকে বিশ্বকাপ জয়ী দল ও স্বাগতিক দেশ। সব মিলিয়ে মোট ৮টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ২০০৫ খ্রিষ্টাব্দ থেকে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে।

 

এছাড়া ফিফার অন্যান্য প্রতিযোগিতার মধ্যে রয়েছে ফিফা অনুর্ধ-২০ বিশ্বকাপ, ফিফা অনুর্ধ-১৭ বিশ্বকাপ, ফিফা অনুর্ধ-২০ প্রমীলা বিশ্বকাপ, ফিফা অনুর্ধ-১৭ প্রমীলা বিশ্বকাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ, ফিফা ফুটসল বিশ্বকাপ ও ফিফা বিচ সকার বিশ্বকাপ।