ভ্রু
[বর্জিত বানান ভ্রূ]

বানান বিশ্লেষণ: ভ্+র্+ঊ
উচ্চারণ:

শব্দ-উৎস: সংস্কৃত  भ्रू (ভ্রূ)> বাংলা ভ্রূ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| চুল | দেহাবরক | প্রাকৃতিক আবরক | প্রাকৃতিক লক্ষ্যবস্তু | সমগ্র | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: চোখের উপরিভাগে ধনুকের ন্যায় বাঁকা চুলের আবরণ।
সমার্থক শব্দাবলি:
কোদণ্ড, ভুরু, ভ্রু, ভ্রুলতা।
ইংরেজি:
eyebrow, brow, supercilium