বেগ
ঊর্ধ্বক্রমবাচকতা
{
|
সময়-হার
|
পরিমাণগত
সম্পর্ক
|
সম্পর্ক
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
ইংরেজি :
velocity
।
যে কোনো সময় ব্যবধানে কোন
বস্তুর গড়ে প্রতি একক সময়ে যে সরণ হয় তাকে বস্তুটির গড় বেগ বলা হয়। আর
সময় ব্যবধান শূন্যের কাছাকাছি অবস্থায় সময়ের সাথে কোনো বস্তুর
সরণের হারকে বলা হয় বেগ বা তাৎক্ষণিক বেগ বলা হয়।
আর
সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় বেগের সীমান্তিক মানকে বলা হয় বেগ।