গতি
ঊর্ধ্বক্রমবাচকতা
{
|
সময়-হার
|
পরিমাণগত
সম্পর্ক
|
সম্পর্ক
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
ইংরেজি :
speed।
সময় পরিবর্তনের সাথে সাথে যখন কোনো বস্তু তার অবস্থান পরিবর্তন ঘটে, তখন তাকে বলা হয়
গতিশীল বস্তু। আর বস্তুর এই অবস্থান পরিবর্তনের ঘটনাকে বলা হয় গতি।
দিক নির্দেশনা অনুসারে গতিকে তিনটি ভাগে ভাগ করা হয়। যেমন-
রৈখিক গতি বা এক মাত্রিক : সময় পরিবর্তনের সাথে সাথে যখন কোনো বস্তুর অবস্থান একটি সরল রেখা বরাবর ঘটে, তখন তাকে রৈখিক গতি বলা হয়।
সমতলীয় গতি দ্বিমাত্রিক গতি : সময় পরিবর্তনের সাথে সাথে যখন কোনো বস্তুর অবস্থান কোনো সমতলের উপর পরিবর্তিত হতে থাকে, তখন তাকে সমতলীয় গতি বলা হয়।
স্থানিক গতি বা ত্রিমাত্রিক গতি : সময় পরিবর্তনের সাথে সাথে যখন কোনো বস্তুর অবস্থান যে কো কোনো দিক পরিবর্তিত হতে থাকে, তখন তাকে স্থানিক গতি বলা হয়।