শব্দ-তীব্রতা
Intensity

সাধারণত দেখা যায়, স্রোতা শব্দের উৎপত্তিস্থলের যত বেশি কাছে থাকে, সে তত বেশি জোরে শব্দ শুনতে পায়। এর দ্বারা শব্দের
শব্দোচ্চতা অনুভব করে। আবার শ্রোতা দুটি শব্দের একটির শব্দোচ্চতা থেকে অপরটির শব্দোচ্চতা কম অনুভব করে, তাহলে সে দুটি শব্দের ভিতর তুলনা করবে। শব্দোচ্চতা'র দ্বারা সে যে তুলনামূলক ধারণা পাবে, তা শব্দের তীব্রতার হ্রাসবৃদ্ধি হিসেবে বিবেচনা করবে। মূলত শব্দের কোনো নির্দিষ্ট বিন্দুতে গতিমুখে লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দশক্তি প্রবাহিত হবে, তাকে ওই বিন্দুর তীব্রতা বলা হবে।শব্দের তীব্রতা একটি ভেক্টর রাশি।

শব্দের তীব্রতা বৃদ্ধির কারণসমূহ