পাউলি'র বর্জন নীতি 
ইংরেজি : 
pauli's exclusion principle।
কোয়ান্টাম বলবিদ্যায় (quantum 
mechanical) স্বীকৃত একটি বিধি। ১৯২৫ 
খ্রিষ্টাব্দে অস্ট্রিয়ার পদার্থ বিজ্ঞানী উলফ্গ্যাঙ্গ পাউলি (Wolfgang 
Pauli) এই বিধিটি উপস্থাপন করেন।
এ বিজ্ঞানীর নামানুসারে এই বিধির নামকরণ করা হয়েছে পাউলি'র বর্জন 
নীতি ( pauli's exclusion 
principle)। এই বিধিটি হলো―
"একই পরমাণুতে যে কোন দুইটি ইলেক্ট্রন চারটি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না"
এই সূত্র অনুসারে কোনো পরমাণুর ইলেক্ট্রনের অবস্থানগত বিন্যাস জানার জন্য চারটি কোয়ান্টাম সংখ্যা মান (কোয়ান্টাম সংখ্যা) জানা প্রয়োজন। এই বিধি অনুসারে যেসব মৌলিক কণিকার চক্রণের (spin) মান n+১/২ (যেখানে n একটি অঋণাত্মক পূর্ণসংখ্যা) অর্থাৎ যারা পদার্থের গাঠনিক উপাদান (এরা বলের কণিকাসমূহ, যাদের স্পিনের মান ০, ১, বা ২, তাদের থেকে ভিন্ন), তাদের যেকোন দুইটি কখনো একই কোয়ান্টাম দশায় থাকতে পারে না।
পাউলর বর্জনবিধি অনুসারে একই কক্ষে একই চক্রণমান যুক্ত ইলেক্ট্রন একই কক্ষে থাকতে পারে না। কিন্তু এই মান ভিন্ন হলে একটি কক্ষে ইলেক্ট্রন আবর্তিত হতে পারবে। যেমন― হিলিয়ামের পরমাণুর প্রথম কক্ষপথে দুটি ইলেক্ট্রন থাকে। এদের প্রথম তিনটি কোয়ান্টাম মান একই কিন্তু এদের চক্রণের দিক ভিন্ন, তাই একই কক্ষে দুটি ইলেক্ট্রন থাকতে পারে।
পাউলির এই মান পরমাণুর যেকোন মৌলিক কণার জন্য হতে পারে। এই চক্রণমানের উপর ভিত্তি করে, মৌলিক কণাগুলোকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। ভাগ দুটো হলো―
১. যদি কণার পূর্ণ আবর্তন হয়, তবে তার 
আবর্তন মান হবে ১। তখন এই কণাগুলোকে বলা হবে বোসন।
২. যদি কণার অর্ধ-পূর্ণ আবর্তন হয়, তবে তার আবর্তন মান হবে ১/২। এই কণাগুলোকে বলা 
হয় ফার্মিয়ন।
			সূত্র
			
			http://en.wikipedia.org/wiki/
			বাংলা একাডেমী বিজ্ঞান বিশ্বকোষ। 
			১ম-৪র্থ খণ্ড।