আনন্দ-সঙ্গীত পত্রিকা
সঙ্গীতবিষয়ক মাসিক পত্রিকা।

এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৩২০ বঙ্গাব্দের (১৯১৩ খ্রিষ্টাব্দ) শ্রাবণ মাসে । পত্রিকাটির সম্পাদক ছিলেন
প্রতিভা দেবী ইন্দিরাদেবী চৌধুরাণী। মূল্য ছিল চার আনা।

 

এই পত্রিকাটি প্রকাশের অন্তত দুই বছর আগে প্রতিভা দেবী 'সঙ্গীত সঙ্ঘ' নামে একটি সঙ্গীতবিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। মূলত 'আনন্দসঙ্গীত পত্রিকা' ছিল ওই সঙ্গীত বিদ্যায়তনের মুখপত্র। এই কারণে সঙ্গীতবিষয়ক প্রবন্ধাদি ছাড়াও থাকতো 'সঙ্গীতসঙ্ঘ' বিদ্যায়তনের বিভিন্ন অনুষ্ঠানের সংবাদ, বার্ষিক প্রতিবেদন, পৃষ্ঠপোষকদের তালিকা, বিদ্যায়তনের বক্তৃতাসমূহ ইত্যাদি।

প্রথমদিকে পত্রিকাটি প্রকাশিত হতো- কলকাতার ৬১ ও ৬২ নম্বর বৌবাজার স্ট্রিটের কুন্তলীন প্রেস থেকে। মুদ্রাকর ছিলেন পূর্ণচন্দ্র দাস। পরবর্তী সময়ে বালিগঞ্জের ৬ নম্বর সানি পার্ক থেকে ডক্টর এ. কে. চৌধুরী পত্রিকাটি প্রকাশ করতেন। এই সময় পত্রিকাটি মুদ্রিত হতো ফকিরচাঁদ মিত্র স্ট্রিটের কাত্যায়নী প্রেস থেকে।

১৯২২ খ্রিষ্টাব্দের ৭ জানুয়ারি প্রতিভা দেবী (শনিবার, ২৩ পৌষ ১৩২৮ বঙ্গাব্দ) মৃত্যুবরণ করেন।
এরপর পত্রিকা পরিচালনার দায়ত্ব নেন তাঁর স্বামী আশুতোষ চৌধুরী। ১৩২৮ বঙ্গাব্দের আষাঢ় মাসে পত্রিকাটির অষ্টম বর্ষ পূর্ণ হয়। এরপর পত্রিকাটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ১৩২৯ বঙ্গাব্দের বৈশাখ মাসে পত্রিকটি পুনরায় নবম বর্ষের প্রথম সংখ্যা প্রকাশিত হয়। ১৩৩০ বঙ্গাব্দে পত্রিকাটি চিরতরে বন্ধ হয়ে যায়।