বাঙ্গালা যন্ত্র
১৮৬০ খ্রিষ্টাব্দে ঢাকায় স্থাপিত মুদ্রণযন্ত্র।

১৮৬০ খ্রিষ্টাব্দে ঢাকার ‘বাঙ্গালা যন্ত্র’ নামে প্রথম বাংলা ছাপাখানা স্থাপিত হয়েছিল ঢাকার আরমানিটোলা'র ব্রজসুন্দর মিত্রের নিজস্ব বাড়িতে। ঢাকার সাহিত্য সংস্কৃতি ও সংবাদপত্রের উদ্ভব ও বিকাশের জন্যে ‘বাঙ্গালা যন্ত্র’ পথিকৃৎ ভূমিকা পালন করে। এই কাজে সহায়তা করেছিলেন বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু'র পিতা ভগবান চন্দ্র বসু (১৮২৯-১৮৯২)। উল্লেখ্য ভগবান চন্দ্র বসুর পিতা সে সময়ে ঢাকার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। এছাড়া এঁদের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা বকশী বাজার পাঠশালার শিক্ষক হরিশচন্দ্র মিত্র এবং ঢাকা মডেল স্কুলের প্রাক্তন শিক্ষক ও কবি কৃষ্ণচন্দ্র মজুমদার। এই ছাপাখানা থেকে প্রথম বাংলা সাহিত্য সাময়িকী কবিতা 'কসুমাবলী' প্রকাশিত হয়েছিল। এটি ছিল ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সাময়িকী। এরপর প্রকাশিত হয় মনোরঞ্জিকা ও নব ব্যবহার সংহিতা সাহিত্য সাময়িকী। উল্লেখ্য এই 'বাঙ্গালা যন্ত্র' থেকে ১৮৬০ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়েছিল দীনবন্ধু মিত্রের কালজয়ী নাটক নীল দর্পণ।

বাঙ্গালা যন্ত্র থেকে প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ ও পত্রপত্রিকা
১৯৬০ খ্রিষ্টাব্দ

১৮৬১ খ্রিষ্টাব্দ


সূত্র :