সাধনা পত্রিকা
জোড়াসাঁকো ঠাকুর পরিবারের সদস্যদের দ্বারা প্রকাশিত সাহিত্য পত্রিকা বিশেষ।

১২৯৮ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে (ডিসেম্বর, ১৮৯১) পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। প্রথম তিন বছরের সম্পাদক ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় পুত্র সুধীন্দ্রনাথ ঠাকুর (১৮৬৯-১৯২৯)। তবে পত্রিকাটির প্রকৃত তত্ত্বাবধায়ক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১)।

১৩০১ বঙ্গাব্দের কার্তিক সংখ্যা প্রকাশের পর,
পত্রিকাটির সম্পাদক হন রবীন্দ্রনাথ। ১৩০২ বঙ্গাব্দের কার্তিক সংখ্যা প্রকাশের পর পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়। প্রতিটি সংখ্যা এক হাজার কপি করে ছাপানো হতো এবং বিজ্ঞাপনের সংখ্যা খুবই কম ছিল। পত্রিকাটি প্রকাশে আর্থিক সহযোগিতা প্রদান করতেন রবীন্দ্রনাথ ও গগনেন্দ্রনাথ ঠাকুর।