সংবাদ প্রভাকর
বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা।

১৮৩১
খ্রিষ্টাব্দের ২৮ জানুয়ারিতে (১৬ মাঘ ১২৩৭ বঙ্গাব্দ) পত্রিকাটি সাপ্তাহিক হিসেবে প্রথম আত্মপ্রকাশ করে। পত্রিকার নামের নিচে লেখা থাকতো- 'প্রাত্যহিকপত্র'।

পত্রিকাটি উদ্যোক্তা ও সম্পাদক ছিলেন কবি
ঈশ্বরচন্দ্র গুপ্ত। পাথুরিয়া ঘাটা ঠাকুর পরিবারের যোগেন্দ্রমোহন ঠাকুর কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত-এর বিশেষ ভক্ত ছিলেন। মূলত যোগেন্দ্রমোহন ঠাকুর অর্থায়নে চোরাবাগানের একটি প্রেস থেকে এই পত্রিকার প্রকাশনা শুরু হয়।

১২৩৮ বঙ্গাব্দের শ্রাবণ মাসে এই ঠাকুর-বাড়িতে এই পত্রিকার জন্য একটি মুদ্রণযন্ত্র স্থাপন করা হয়।
১২৩৯ বঙ্গাব্দে যোগেন্দ্রমোহন ঠাকুরের মৃত্যু হয়। ফলে অর্থাভাবে পত্রিকাটির ৬৯টি সংখ্যা প্রকাশের পর বন্ধ হয় যায়। এর শেষ সংখ্যা প্রকাশিত হয়েছিল ২৫ মে ১৮৩২ খ্রিষ্টাব্দে।

১৮৩৬ খ্রিষ্টাব্দের ১০ আগষ্ট থেকে পত্রিকটি পুনরায় প্রকাশিত হতে থাকে। এবারে পত্রিকাটি প্রকাশিত হতো বারত্রয়িক (সপ্তাহে তিনবার)। এরপর ১৮৩৯ খ্রিষ্টাব্দে ১৪ই জুন (১ আষাঢ় ১২৪৬) থেকে এটি দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হওয়া শুরু হয়। এই পত্রিকার প্রথম থেকে সম্পাদক ছিলেন কবি
ঈশ্বরচন্দ্র গুপ্ত। সম্পাদক নিজের উদ্যোগে লুপ্তপ্রায় কবি ও কাব্য আলোচনার সূত্রপাত করেন এই পত্রিকায়।

১২৬০ বঙ্গাব্দ থেকে প্রতিমাসে এই পত্রিকাটির একটি মাসিক সংস্করণ প্রকাশিত হতো। ঈশ্বরগুপ্ত প্রাচীন কবিদের রচনা সংগ্রহের যে উদ্যোগ নিয়েছিলেন, তারই কিছু কিছু এই মাসিক সংস্করণে প্রকাশ করা হতো। সে সময় এই পত্রিকার মাসিক সংস্করণের সাহিত্যপাতাকে কেন্দ্র করে একটি লেখকচক্র গড়ে উঠেছিল। স্বদেশ, সমাজ ও সাহিত্য সংক্রান্ত বুদ্ধিদীপ্ত আলোচনা এই পত্রিকাতেই প্রথম প্রকাশিত হতে থাকে। পত্রিকাটিতে সামাজিক ও সাময়িক আন্দোলনের খবরাখবর থাকলেও, ভাষা ও সাহিত্য বিষয়ক রচনার প্রাধান্য ছিল।
 

১৮৫৯ খ্রিষ্টাব্দে ঈশ্বরচন্দ্র গুপ্ত মৃত্যুবরণ করেন। উল্লেখ্য ঈশ্বরচন্দ্র গুপ্ত তিন মাস আগেই এই পত্রিকা থেকে অব্যাহতি নিয়েছিলেন। ঈশ্বরচন্দ্র গুপ্তের মৃত্যুর তাঁর ছোট ভাই রামচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকরের সম্পাদক হন। কিছুদিন এই পত্রিকা চলার পর বন্ধ হয়ে গিয়েছিল।


সূত্র: